আল্ট্রাসাউন্ড বিভাগ

রোগ নির্ণয়ে আল্ট্রাসনোগ্রামের ব্যবহার আজ আর কারো অজানা নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলেও আজ এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ এই প্রযুক্তি সর্ব প্রথম এই ইনস্টিটিউটই চালু করে ১৯৮০ সালে এবং সারা দেশে এই প্রযুক্তি বিস্তারে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। এটা করতে পেরে নিনমাস গর্বিত। প্রতি বছর এখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক আল্ট্রাসনোগ্রামের ওপর ট্রেনিং গ্রহণ করেন। এখনও এ ইনস্টিটিউটের আল্ট্রাসনোগ্রাম বিভাগ একটি অত্যন্ত ব্যস্ত বিভাগ এবং বর্তমানে সাধারণত বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্র থেকে বিশেষজ্ঞ মতামতের জন্য প্রেরিত রোগীর আল্ট্রাসনোগ্রাম এখানে নিয়মিত করা হয়।

রোগ নির্ণয়ঃ
General Purpose & High Resolution B-Mode:

 সবধরনের abdominal USG: Hepatobiliary system, renal system, gynecological ইত্যাদি।
 গর্ভধারণ সম্পর্কিত: pregnancy profiles, biophysical profile, scan for anomalies.
 Small parts USG with high frequency probe: breast, testes, eye, thyroid, parotid, brain ইত্যাদি।
 Musculoskeletal USG: Hip joint
 Superficial USG: Subcutaneous lesions

Doppler:

বিভিন্ন ধরনের Color and Power Doppler পরীক্ষাসমূহ:
 Peripheral vascular Doppler: for PVD, DVT, varicose veins and fistula etc.
 Portal venous Doppler: for cirrhosis, portal hypertension.
 Carotid Doppler: For ischemia, stenosis;
 Renal Doppler: For renal artery stenosis, transplant study;
 Penile Doppler: For erectile dysfunction;
 Umbilical cord Doppler: IUGR, placental insufficiency;
 Tumor vascularity;
 Testicular torsion.
 Transrectal: Prostate
 Transvaginal: Pelvic pathologies. Infertility cases for folliculometry
 3D & 4D: Various organs, especially foetal studies for congenital anomaly.

Invasive:

 Biopsy: USG guided biopsy from different organs, e.g., kidney, liver, tumor, thyroid, ইত্যাদি।
 Aspiration: Aspiration of liver abscess, pleural effusion, ascites, ইত্যাদি।

প্রস্তুতিঃ
আল্ট্রাসনোগ্রাম উপরপেট (Hepatobiliary system & whole abdomen) পরীক্ষা জন্য খালি পেটে আসতে হয়। তলপেট (Ultrasonogram of lower abdomen) পরীক্ষা জন্য প্রসাবের চাপ প্রয়োজন বিধায় খাবার খেয়ে ও পানি পান করে আসতে হয়। গর্ভবতীদের জন্য তেমন কোন পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না। বিশেষ পরীক্ষাগুলি যেমন: TVS, Doppler, Musculoskeletal Ultrasonogram এর জন্য কোন প্রস্তুতি নেই তবে পূর্বে তারিখ নিতে হয।


বোন মিনারেল ডেনসিটোমেট্রি (BMD):
নিনমাস এর আরেকটি আধুনিক সংযোজনের নাম BMD । BMD পরীক্ষার মাধ্যমে হাড়ের ক্ষয় রোগ (Osteoporosis) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।